Mr. Rafiqul Alam Molla
FOUNDER & MANAGING DIRECTOR OF WOOD WORLD (2000)
Teacher (Under Federal Gov. USA) on Wood Technology
BSc. Engineer - Electrical (USA)
He made all the machines to make the highest quality wooden door and frames.
আমরা উন্নত আমেরিকান প্রযুক্তি এবং সর্বোচ্চ মানের কাঠ ব্যবহার করে দেশের সর্বোচ্চ মানের দরজা এবং চৌকাঠ প্রস্তুত করছি।
উড ওয়ার্ল্ড নকশা এবং মানের ক্ষেত্রে অত্যন্ত সচেতন। আমরা আমাদের দরজার নকশা ক্রেতার চাহিদা অনুযায়ী কিছুদিন পর পরই পরিবর্তন করে থাকি। আপনার পছন্দের যেকোনো দরজার নকশা আমাদেরকে দেখাতে পারেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করে সেটা প্রস্তুত করে দিব।
আমরা মনে করি, এ সময়ে উন্নত প্রজুক্তির ছোঁয়া ছাড়া কখনই উন্নত মানের দরজা প্রস্তুত করা সম্ভব না। তাই আমরা আপনাদের জন্য সর্বোচ্চ প্রযুক্তি এবং সর্বোচ্চ মানের কাঠ ব্যবহার করে দরজা এবং চৌকাঠ প্রস্তুত করছি। আমাদের "ব্যবস্থাপনা পরিচালক" উন্নত মানের দরজা প্রস্তুতের জন্য মেশিনগুলো নিজের হাতেই তৈরি করেছেন।
আমাদের বৃহৎ উৎপাদন ক্ষমতার কারন আমাদের উন্নতমানের মেশিন। আমরা বর্তমানে দিনে ১০০ এর উপর দরজা এবং ২০০ এর উপর চৌকাঠ প্রস্তুত করতে সক্ষম। আমরা আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রন জানাচ্ছি আমাদের এই সুবিশাল ফ্যাক্টরি ভিজিটের জন্য, যে আমরা কি করে এত বেশি উৎপাদন করতে সক্ষম।
উড ওয়ার্ল্ড এখন দেশের চাহিদা পূরণ করে বিদেশে দরজা এবং চৌকাঠ রপ্তানি করছে। আমরা ইতিমধ্যে দুবাই, চাইনাতে আমাদের উন্নত মানের দরজা এবং চৌকাঠ রপ্তানি করছি।, এছাড়াও মালয়েশিয়াতে আমাদের রপ্তানি প্রক্রিয়া খুব দ্রুত আমরা শুরু করতে যাচ্ছি।
আমরা আমাদের সন্মানিত ক্রেতা সাধারনকে ২৫ বছরের মেরামত এবং প্রতিস্থাপন ওয়ারেন্টি দিচ্ছি। আমাদের কিছু সুনির্দিষ্ট বিধিমালা আছে এই ২৫ বছরের ওয়ারেন্টি সম্পর্কে।
Businessman
Property Owner
Property Owner
Ecommerce business.